Happy Clients

Our Happy Clients

We take pride in the satisfaction of our clients. Here are some of their stories.

আজাদ
আজাদ

ছাতক

কক্লিয়ার ইমপ্লান্ট ব্যবহারকারী

কক্লিয়ার ইমপ্লান্ট

Doctors are Angel from Allah. After Allah it is  them who we depend on and trust upon. নাক কান গলা চিকিৎসা সেবায় সিলেটবাসীর আশার আলো ড. নুরুল হুদা নাঈম। #কক্লিয়ার_ইমপ্লান্ট ১ম সাকসেসফুল পেশেন্ট সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল #সিওমেকহা #CI-8 দেশ সেরা ইএনটি চিকিৎসক ড. নুরুল হুদা নাঈমের একক পরিচালনায় এবং গেস্ট সার্জনদের সহযোগিতায় সিলেট উসমানী মেডিকেল এর ENT SURGEON রা সফলভাবে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।( গত ২ রা আগস্ট মঙ্গলবার ২০২২ ডাক্তার নূরুল হুদা নাঈম নিজ হাতে-এবং উনার ১ম সফল কর্ক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী) আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি উসমানী মেডিকেল এর কক্লিয়ার ইমপ্লান্ট টিম এর প্রতি এবং ডাক্তার নূরুল হুদা নাঈম স্যারের প্রতি। এনেস্থেশিয়া টিম,হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কক্লিয়ার ইমপ্লান্ট টিম বিএসএমএমইউ/জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও সিএমএইচ এর সবার প্রতি।অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি। আমি শৈশবে অন্য দশজনের মতই স্বাভাবিক ও সুস্থ ছিলাম। ক্লাস এইটে পড়া অবস্থায় ২০০৯ সালের ২৬/২৭ মার্চ এই ২ দিনে কানের সম্পুর্ন শ্রবণ শক্তি হারিয়ে যায়। তখনকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় এবং আর্থিক দিক থেকে সংকটের দরুন সময় মত দেখানো হয়নি কোন বিশেষজ্ঞ ডাক্তার। অবশ্য সেই সময়ে (সপ্তাহ খানেক পর)স্টেডিয়াম মার্কেট এ ডা.এম এস শামিম/ড.হাফিজ/ড. মাহমুদ সাদিকে দেখানো হয়েছে, তাতে কোন উন্নতি হয়নি।৷ ২০১৭ সালে এসে নুরুল স্যার কে দেখাই। স্যার দেখেই বলছিলেন তার স্বাভাবিক ভাবে কানে শুনা পসিবল নয়। তার জন্য কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী দরকার।কাগজে নিখুঁত ভাবে লিখে দিয়েছলেন (Plan -Cochlear Implant)তখন আমার বাবা ভয়ে সেটা আমাকে না বলেই চলে এসেছিলেন। অতপর আমি ঢাকায় প্রধান মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ প্রান গোপাল দত্ত স্যার কে দেখাই যাতে মানুষিক শক্তি সঞ্চয় করতে পারি। উনি ২০২০ দিকে যে রিপোর্ট আমাকে দেন যেখা যায় স্যারের কথা আর নুরুল স্যার ২০১৭ এর কথা একেবারে ১০০ তে ১০০ মিলে যায়। সর্বশেষ ২০২১ সালে কোন ডাক্তার কি বলেন সেটা জানার জন্য ড. মুফাখখারুল স্যারের কাছে যাই, গিয়ে বলি ডাক্তার নাঈম এভাবে বলছেন। অনুরুপ আমার শ্রদ্ধাভাজন একজন মানুষের রেফারেন্সে সাদি সাহেবের কাছে যাই। সাদি সাহেব কিছু মেডিসিন দিয়ে বলেছিলেন তার(আমার) ইয়ার ৯০% ডেমেজ। আমার কিছু করার নাই তুমরা নাঈম সাবের কাছে যাও(দেখো কিতা করইন)অনুরূপ মুফাখখারুল সাহেব বলেছিলেন হয়তো ডাক্তার নাঈম পারবেন না। ইন্ডিয়া চলে যাও। আমি সেখানে ডাক্তার এর তথ্য দেবো। আর বাজেট হবে ১৬/১৮ লক্ষ😪 তারপর আবার আসি নুরুল স্যার এর কাছে, স্যার সব দেখে আগের মতই রায় দেন। তখন আমি স্যার কে বলেছিলাম স্যার আমার বাবা বলেছিলেন বাড়ি বিক্রি করেও আমি সার্জারী করাবেন। স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন যে কিছু দিনের মধ্যে সিলেটে স্যার এই চিকিৎসা সেবা চালু করবেন। স্যার উনার কথা আর কাজে মিল রাখেন।২০২১ সালের দিকে স্যার ঢাকায় দফায় দফায় বৈঠক করে অবশেষে সিলেটে এক মাইল ফলক যোগ করে নিজেকে নিয়ে গেছেন উচ্চতায়, আমরা ভাগ্যবান আমাদের সিলেটে একজন নাঈম আছেন৷ সিলেটে কর্ক্লিয়ার ইমপ্লান্ট যাত্রা সফল হোক। আমি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো জানিনা স্যার, যেভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করি ভাবছি কম হয়ে যাবে। এক আল্লাহর পরে আমি আপনার উপর বিশ্বাস -ভরসা করে নিজেকে কোরবানি দিতে প্রস্তুত থেকেছি।আপনি সফল হয়েছেন /আর আমি আশার আলো পেয়েছি।নতুন জীবন পেয়েছি। এর থেকেই খুশির খবর আর কি হতে পারে আমার!! ❤️❤️একজন মানুষ কত দয়ালু ও মানবিক হতে পারেন!! অনেকের ধন আছে মন নেই।আমি ডাক্তার নাঈমের মত মানবিক চিকিৎসক সিলেটে দেখিনাই। ❤️❤️তিনি তার কর্মে নজির স্থাপন করে যাচ্ছেন।। কেউ তুমার জন্য কিছু করতে চাইলে যেভাবেই হোক করতে পারে যদি ইচ্ছা থাকে।।আর না করার ইচ্চা থাকলে হাজারটা কারন দর্শাতে পারে।কিন্তু তুমি সফল হয়ে দেখো তারাই তুমার পাশে থাকবে।অথচ তুমার প্রয়োজনে তারাই তুমাকে অপ্রয়োজনীয় মনে করেছিলো। আমি আমার কাছের অনেকের কাছেই হেল্প চাইছি।কিন্তু অনেকেই সময় মত হেল্প করবেন দুরের কথা বিশ্বাস পর্যন্ত করেন নি।যে ২/৩ জন এর সাপোর্ট পেয়েছি ।আমি আজিবন তাদের কাছে কৃতজ্ঞ🙏। যে ডাক্তার আমার কেউ ছিলেন না তিনিই এখন আমার নতুন জিবনের আলোর দিশা দিয়ে যাচ্ছেন। আপনার মত একজন নাঈম পারেন সমাজ কে বদলে দিতে।পারেন আমার মত নগন্য মানুষের আশার আলো হতে। আপনার হাত ধরে সিলেট এ শুরু হয়েছে আধুনিক চিকিৎসা সেবা। আপনার যে গুনাবলী আছে অন্য কারো কাছে পাইনি। যদি পেতাম তাহলে অন্ধকারে ৯/১০ টা বছর কাটাতে হতো না। সিলেটের এক নতুন দিগন্তের দিশারী হয়ে থাকুন সবার হৃদয়ে। আমি বিশ্বাস করি সিলেট এ কর্ক্লিয়ার ইমপ্লান্ট মাইলফলক ছুবে আপনার হাত ধরে।। আমি আল্লাহর পরে আপনার কাছে ঋণী আজীবনের জন্য।।।।।।। আল্লাহ আপনাকে সুদীর্ঘ হায়াত দান করেন। বিঃদ্রঃ- গত ২২ আগষ্ট সুইস অন করা হয়েছে। 👉কথা শুনছি❤️পরিপূর্ণ ক্লিয়ার ভাবে। সবার দোয়া প্রত্যাশায়-আজাদ

SI SAJEEB
SI SAJEEB

SYLHET

PATIENT GUARDIAN

A+C

আলহামদুলিল্লাহ, আমার বোনের গলায় অপারেশন করেছি স্যারের কাছে।আমার বোন সুস্থ আছেন। স্যারের সেবাগত মান অনেক ভালো। স্যারের নেক হায়াত কামনা করি।

আরমান মিয়া
আরমান মিয়া

সিলেট

রোগী

টিম্পানোপ্লাস্টি+ A+C

গত ০৮/০৪/২৫ ইং এনজেএল ইএনটি সেন্টারে ডা. নূরুল হুদা নাঈম স্যারের মাধ্যমে আমার কানে-গলায় ৬ ঘন্টার জটিল অস্ত্রোপচার হয়। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আমি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের ব্যবহারে সন্তুষ্ট একারনে যে আমি অবিভাবকহীন হয়ে এসেছিলাম।তারা খুব ভালো ব্যবহার করেছে। ইনশাআল্লাহ শিগগিরই সুস্থ হবো। স্যারের মানবিক হৃদয়কে আমি হাজার সালাম জানাই।আসসালামু আলাইকুম

আসুক আহমদ
আসুক আহমদ

গোয়াইনঘাট

রোগীর বাবা

B+C

আলহামদুলিল্লাহ। আমার ছেলের একটা অপারেশন করেছি।আজকে আরেকটা অপারেশন করাবো।ইনশাআল্লাহ আমার ছেলে পরিপূর্ণ সুস্থ হবে।ধন্যবাদ স্যারকে।